Skip to main content

কাকরোল, টমেটো ও শসা থেকে বিষের অবশিষ্টাংশ কীভাবে দূর করবেন

 


কাকরোল, টমেটো ও শসা থেকে কীটনাশকের অবশিষ্টাংশ দূরীকরণ

সবজি মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি গুরুত্বপূর্ণ উৎস। দূর্ভাগ্যবশতঃ সবজি ফসল প্রায়ই পোকামাকড় ও রোগজীবানু দ্বারা আক্রান্ত হয় যা সবজির উৎপাদন ও মান নিয়ন্ত্রনে ব্যপক ক্ষতিকর প্রভাব ফেলে। সবজির উৎপাদন বৃদ্ধি ও ক্ষতি নিয়ন্ত্রনের জন্য রাসায়নিক কীটনাশক ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে যার অবশিষ্টাংশ ভোক্তার স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য সবজি থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসারন করা জরুরী। বিভিন্ন প্রক্রিয়াজাতকরন কৌশল বা পদ্ধতি ব্যবহার করে কীটনাশকের অবশিষ্টাংশ কিছুটা হলেও অপসারন করা যায়। কাকরোল, টমেটো ও শসা থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসাণ তথা দূরীকরন রান্নাঘরে সহজলভ্য কিছু উপাদান যেমন খাবার লবন ও ভিনেগার দ্বারা সহজেই করা যেতে পারে। তাছাড়া, খোসা ছাড়ানোর মাধ্যমে শসা হতে অর্গানোফসফরাস কীটনাশকের যথা- ডাইমেথয়েড, ক্লোরপাইরিফস, কুইনালফস, ডায়াজিনন, ম্যালাথিয়ন এবং ফেনিট্রোথিয়নের অবশিষ্টাংশ অপসারন করা যায় যা নিম্নে আলোচনা করা হলো।
খাবার লবন + খোসা ছাড়ানো বাজার থেকে কিনে আনা শসা পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে → প্রতি লিটার পানিতে ২০ গ্রাম হারে লবন যোগ করে লবনপানি তৈরী করতে হবে → তৈরীকৃত লবনপানিতে শসা ১৫ মিনিট ডুবিয়ে রাখতে হবে → চাকু দিয়ে শসার খোসা ছাড়াতে হবে →পরিস্কার পানি দিয়ে খোসা ছাড়ানো শসা ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতিতে ৮৫% পর্যন্ত ক্লোরপাইরিফস, কুইনালফস, ডায়াজিনন, ম্যালাথিয়ন এবং ফেনিট্রোথিয়নের অবশিষ্টাংশ অপসারন করা সম্ভব।
ভিনেগার দ্বারা বাজার থেকে কিনে আনা কাকরোল ও টমেটো পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে → প্রতি লিটার পানিতে ২০ মিলি হারে এসিটিক এসিড বা ভিনেগার যোগ করে ভিনেগার-পানি তৈরী করতে হবে → তৈরীকৃত ভিনেগার-পানিতে কাকরোল ও টমেটো ১৫ মিনিট ডুবিয়ে রাখতে হবে → পরিস্কার পানি দিয়ে কাকরোল ও টমেটো ধুয়ে নিতে হবে → পানিতে ১৫ মিনিট রান্না করতে হবে।
এই পদ্ধতিতে ৮০% পর্যন্ত ডাইমেথয়েড, ক্লোরপাইরিফস, কুইনালফস, ডায়াজিনন, ম্যালাথিয়ন এবং ফেনিট্রোথিয়নের অবশিষ্টাংশ অপসারন করা সম্ভব।

Comments

Popular posts from this blog

Definition of Life

Our life is like a journey, from one destination to another, with multiple stops. Just like how people onboard vehicles, you do not have control on who enters your life. These travelers take you through experiences, some sweet and some bitter. Nonetheless, you meet a variety of travelers and this becomes your opportunity to impact their life and flourish yourself. At End of the day we have to be grateful to every single one of them in our life. Avoid toxic people but there are have good things to learn from them. - Ezaz Ahmed

UV penetration into the layer of the skin

  Introduction: Ultraviolet (UV) radiation from the sun has both beneficial and harmful effects on the human body. While it is essential for the synthesis of vitamin D, excessive exposure can lead to skin damage and an increased risk of skin cancer. The extent of UV penetration into the skin layers is crucial in determining the level of damage caused. This article explores the depth of penetration of UV radiation into the skin and the factors that affect it. Depth of Penetration: The skin consists of three layers: the epidermis, dermis, and subcutaneous tissue. UV radiation penetrates the skin's outermost layer, the epidermis, and can extend into the dermis layer. The depth of penetration depends on the wavelength of the UV radiation. UVB radiation, with a wavelength of 280-320nm, primarily affects the epidermis and does not penetrate deep into the skin. In contrast, UVA radiation, with a wavelength of 320-400nm, penetrates deeper into the skin and can reach the dermis layer. Facto...