Skip to main content

Farmer and Intern Student

The feeling of thirst is increased by drying the throat in the hot summer sun. So, I stopped my bike and sat for a while in the shade of the tent under the banyan tree. I drank water from a tea stall to quench my thirst. Now feelings of peace in the body. The area where I now sit in Tong's stall is the area where I did attachment training(Internship) last year. Upazila Agriculture Office sent me to this area for attachment training. So the rural path of the area is well acquainted with two or four people.

A farmer had just harvested the paddy plant and was sitting on the bench next to me, sitting with his head down. I was scared and looked at him. After a while he raised his head and drank some water and asked the shopkeeper to give him a cup of tea. As soon as I finished talking to the shopkeeper, half of his gaze came towards me. The farmer is staring at me now. I was also quite surprised. Why would anyone look at me like this! Thinking about it, the man threw a question at me, "Bapu, are you fine?" I smiled and said, "I'm fine, and you?" Well, but how do you know me? He shook his head in reply and smiled after that and said, Bapu, can I forget you? Don't you remember that you came to see the paddy fields last Boro season? The disease that attacked my field. Then you prescribe medicine. I applied the medicine in that way and then the disease was cured. The yield was good in the service. I sold rice and bought a bicycle for my little boy because his school is far away. Pray for my son to grow up to serve people like you. The man stopped talking now and sipped his tea.

I didn't say anything in the middle of his speech. Because, he was then in the final stages of emotion. And it's normal for older people to talk a little too much. For this reason, one of the writers lengthened his writing and said at the end that it was not his fault, it was his age's fault.

The damage they were doing to the blast disease last year was prevented by the Creator through me. The subject is acting as an awareness in my mind, I am feeling differently in my mind after listening to the farmer.

I couldn't understand where awareness is, today if I couldn't sit here. You just have to be more discriminating with the help you render toward other people. Only then is it possible to get awareness. Because each one will affect you in the process. So it will be most beneficial for you to master the influences first. Because the influence of this phenomenon is now my driving force to work with farmers.

A good work is an inspiration for your success. - Ezaz Ahmed

Comments

Popular posts from this blog

কাকরোল, টমেটো ও শসা থেকে বিষের অবশিষ্টাংশ কীভাবে দূর করবেন

  কাকরোল, টমেটো ও শসা থেকে কীটনাশকের অবশিষ্টাংশ দূরীকরণ সবজি মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি গুরুত্বপূর্ণ উৎস। দূর্ভাগ্যবশতঃ সবজি ফসল প্রায়ই পোকামাকড় ও রোগজীবানু দ্বারা আক্রান্ত হয় যা সবজির উৎপাদন ও মান নিয়ন্ত্রনে ব্যপক ক্ষতিকর প্রভাব ফেলে। সবজির উৎপাদন বৃদ্ধি ও ক্ষতি নিয়ন্ত্রনের জন্য রাসায়নিক কীটনাশক ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে যার অবশিষ্টাংশ ভোক্তার স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য সবজি থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসারন করা জরুরী। বিভিন্ন প্রক্রিয়াজাতকরন কৌশল বা পদ্ধতি ব্যবহার করে কীটনাশকের অবশিষ্টাংশ কিছুটা হলেও অপসারন করা যায়। কাকরোল, টমেটো ও শসা থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসাণ তথা দূরীকরন রান্নাঘরে সহজলভ্য কিছু উপাদান যেমন খাবার লবন ও ভিনেগার দ্বারা সহজেই করা যেতে পারে। তাছাড়া, খোসা ছাড়ানোর মাধ্যমে শসা হতে অর্গানোফসফরাস কীটনাশকের যথা- ডাইমেথয়েড, ক্লোরপাইরিফস, কুইনালফস, ডায়াজিনন, ম্যালাথিয়ন এবং ফেনিট্রোথিয়নের অবশিষ্টাংশ অপসারন করা যায় যা নিম্নে আলোচনা করা হলো। খাবার লবন + খোসা ছাড়ানো  বাজার থেকে কিনে আনা শসা পরিস্কার পানি দিয়ে ...

জীবন একটি যাত্রা

একটা ট্রেন কল্পনা করুন। আপনি উঠেছেন আপনার আসন নিয়ে, ট্রেন চলছে। মাঝপথে নানা যাত্রী ওঠে, কেউ হাসিমুখে কথা বলে, কেউ আবার আপনাকে কষ্ট দেয়। কেউ হয়তো দু-একটা স্টেশন পর নেমে যায়, কেউবা অনেকটা পথ আপনার সঙ্গী হয়। আমাদের জীবনও অনেকটা সেই ট্রেন ভ্রমণের মতো। আমরা ঠিক করতে পারি না কে আমাদের জীবনে আসবে আর কে যাবে। কিন্তু যাকেই পাই, সে-ই আমাদের জীবনের পথে রেখে যায় ছাপ। গৌতম বুদ্ধ বলেছেন— “প্রত্যেক মানুষই তোমাকে কিছু না কিছু শেখাতে আসে, কেউ শেখায় কীভাবে করতে হবে, আর কেউ শেখায় কীভাবে করতে হবে না।” এই জীবনের যাত্রায় আপনি যেমন মধুর মানুষের দেখা পাবেন, তেমনি পাবেন কিছু কষ্টদায়ক সম্পর্কের অভিজ্ঞতাও। ভালো মানুষ আপনাকে আনন্দ দেবে, উৎসাহিত করবে, আর খারাপ মানুষ আপনাকে ধৈর্য শেখাবে, আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। সক্রেটিস একবার বলেছিলেন— “কৃতজ্ঞতা শুধু সর্বশ্রেষ্ঠ গুণই নয়, বরং অন্য সব গুণের জন্মদাত্রী।” তাই আমাদের শিখতে হবে কৃতজ্ঞ হতে। কারণ প্রতিটি সম্পর্ক, প্রতিটি মানুষই আমাদের যাত্রার শিক্ষক। কেউ ভালোবাসার পাঠ দেয়, কেউ সহনশীলতার, আবার কেউ শেখায় আত্মসম্মান ধরে রাখতে। একজন জ্ঞানী লোক একবার বলেছিলেন, “জীবনের য...

Features of Yamaha Fz V2 fi

  Introduction: Yamaha is a well-known Japanese motorcycle manufacturer that produces a wide range of motorcycles in various segments. The Yamaha FZS V2 is a popular motorcycle model that was launched in India in 2014. It is a sporty-looking motorcycle that is designed to cater to the needs of young riders. This research paper aims to provide an in-depth analysis of the Yamaha FZS V2 motorcycle.   Design and Styling: The Yamaha FZS V2 has a sharp and aggressive styling that appeals to the younger generation of riders. It features a muscular fuel tank, a short tail section, and a sharp headlamp. The bike has a sporty stance, thanks to the split seats and the sporty handlebar. The FZS V2 is available in several color options, including Knight Red, Lightning Cyan, Hurricane Gray, and Opal White.   Engine and Performance: The Yamaha FZS V2 is powered by a 149cc, air-cooled, single-cylinder engine that produces 13.2 Bhp of power at 8000 rpm and 12.8 Nm of torque ...