Skip to main content

Features of Yamaha Fz V2 fi

 



Introduction:

Yamaha is a well-known Japanese motorcycle manufacturer that produces a wide range of motorcycles in various segments. The Yamaha FZS V2 is a popular motorcycle model that was launched in India in 2014. It is a sporty-looking motorcycle that is designed to cater to the needs of young riders. This research paper aims to provide an in-depth analysis of the Yamaha FZS V2 motorcycle.

 

Design and Styling:

The Yamaha FZS V2 has a sharp and aggressive styling that appeals to the younger generation of riders. It features a muscular fuel tank, a short tail section, and a sharp headlamp. The bike has a sporty stance, thanks to the split seats and the sporty handlebar. The FZS V2 is available in several color options, including Knight Red, Lightning Cyan, Hurricane Gray, and Opal White.

 

Engine and Performance:

The Yamaha FZS V2 is powered by a 149cc, air-cooled, single-cylinder engine that produces 13.2 Bhp of power at 8000 rpm and 12.8 Nm of torque at 6000 rpm. The engine is mated to a 5-speed gearbox that offers smooth and precise shifts. The bike has a top speed of around 112 km/h, which is decent for a motorcycle in this segment.

 

Ride and Handling:

The Yamaha FZS V2 has a diamond-type frame that provides excellent stability and handling. The bike features telescopic front forks and a mono-shock suspension at the rear, which offers a comfortable ride quality. The FZS V2 has a ground clearance of 160 mm, which is good enough to tackle speed breakers and rough roads. The bike is equipped with disc brakes at the front and rear, which provide excellent stopping power.

 

Features:

The Yamaha FZS V2 comes with several features that make it a value-for-money motorcycle. The bike features an LCD instrument cluster that displays a wide range of information, including speed, fuel level, and gear position. The FZS V2 also features a LED headlamp and tail lamp, which provide better visibility at night. The bike also comes with Yamaha's Blue Core technology, which improves fuel efficiency and performance.

 

Conclusion:

The Yamaha FZS V2 is a well-rounded motorcycle that offers a perfect balance of style, performance, and comfort. The bike is suitable for young riders who are looking for a sporty motorcycle that can handle their daily commute and weekend rides. The FZS V2 is priced competitively and offers excellent value for money. Overall, the Yamaha FZS V2 is a great motorcycle that is worth considering for anyone in the market for a new motorcycle.

Comments

Popular posts from this blog

কাকরোল, টমেটো ও শসা থেকে বিষের অবশিষ্টাংশ কীভাবে দূর করবেন

  কাকরোল, টমেটো ও শসা থেকে কীটনাশকের অবশিষ্টাংশ দূরীকরণ সবজি মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের একটি গুরুত্বপূর্ণ উৎস। দূর্ভাগ্যবশতঃ সবজি ফসল প্রায়ই পোকামাকড় ও রোগজীবানু দ্বারা আক্রান্ত হয় যা সবজির উৎপাদন ও মান নিয়ন্ত্রনে ব্যপক ক্ষতিকর প্রভাব ফেলে। সবজির উৎপাদন বৃদ্ধি ও ক্ষতি নিয়ন্ত্রনের জন্য রাসায়নিক কীটনাশক ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে যার অবশিষ্টাংশ ভোক্তার স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য সবজি থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসারন করা জরুরী। বিভিন্ন প্রক্রিয়াজাতকরন কৌশল বা পদ্ধতি ব্যবহার করে কীটনাশকের অবশিষ্টাংশ কিছুটা হলেও অপসারন করা যায়। কাকরোল, টমেটো ও শসা থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসাণ তথা দূরীকরন রান্নাঘরে সহজলভ্য কিছু উপাদান যেমন খাবার লবন ও ভিনেগার দ্বারা সহজেই করা যেতে পারে। তাছাড়া, খোসা ছাড়ানোর মাধ্যমে শসা হতে অর্গানোফসফরাস কীটনাশকের যথা- ডাইমেথয়েড, ক্লোরপাইরিফস, কুইনালফস, ডায়াজিনন, ম্যালাথিয়ন এবং ফেনিট্রোথিয়নের অবশিষ্টাংশ অপসারন করা যায় যা নিম্নে আলোচনা করা হলো। খাবার লবন + খোসা ছাড়ানো  বাজার থেকে কিনে আনা শসা পরিস্কার পানি দিয়ে ...

জীবন একটি যাত্রা

একটা ট্রেন কল্পনা করুন। আপনি উঠেছেন আপনার আসন নিয়ে, ট্রেন চলছে। মাঝপথে নানা যাত্রী ওঠে, কেউ হাসিমুখে কথা বলে, কেউ আবার আপনাকে কষ্ট দেয়। কেউ হয়তো দু-একটা স্টেশন পর নেমে যায়, কেউবা অনেকটা পথ আপনার সঙ্গী হয়। আমাদের জীবনও অনেকটা সেই ট্রেন ভ্রমণের মতো। আমরা ঠিক করতে পারি না কে আমাদের জীবনে আসবে আর কে যাবে। কিন্তু যাকেই পাই, সে-ই আমাদের জীবনের পথে রেখে যায় ছাপ। গৌতম বুদ্ধ বলেছেন— “প্রত্যেক মানুষই তোমাকে কিছু না কিছু শেখাতে আসে, কেউ শেখায় কীভাবে করতে হবে, আর কেউ শেখায় কীভাবে করতে হবে না।” এই জীবনের যাত্রায় আপনি যেমন মধুর মানুষের দেখা পাবেন, তেমনি পাবেন কিছু কষ্টদায়ক সম্পর্কের অভিজ্ঞতাও। ভালো মানুষ আপনাকে আনন্দ দেবে, উৎসাহিত করবে, আর খারাপ মানুষ আপনাকে ধৈর্য শেখাবে, আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। সক্রেটিস একবার বলেছিলেন— “কৃতজ্ঞতা শুধু সর্বশ্রেষ্ঠ গুণই নয়, বরং অন্য সব গুণের জন্মদাত্রী।” তাই আমাদের শিখতে হবে কৃতজ্ঞ হতে। কারণ প্রতিটি সম্পর্ক, প্রতিটি মানুষই আমাদের যাত্রার শিক্ষক। কেউ ভালোবাসার পাঠ দেয়, কেউ সহনশীলতার, আবার কেউ শেখায় আত্মসম্মান ধরে রাখতে। একজন জ্ঞানী লোক একবার বলেছিলেন, “জীবনের য...